বাবা বললেন, ছেলের প্রাণের বিনিময়ে এদেশ শান্ত থাকুক
খাটের পাশে ট্রাঙ্কের ওপর পড়ে আছে বই-খাতা। ফাঁকা চেয়ার-বিছানাও। আদরের বিড়ালটাও খুঁজছে তাকে। সবকিছুই আছে আগের মতোই, শুধু নেই সাগর।
বছরখানেক আগে ময়মনসিংহ নগরীর চৌরঙ্গীর মোড় এলাকায় নতুন একটি দালান তুলেছেন বাবা আসাদুজ্জামান। এখানেই ছেলের বাকি জীবন কাটবে- এমন ভাবনাই ছিল তার। ছেলেকে নিয়ে দেখেছিলেন অনেক বড় স্বপ্নও। সবকিছুই যেন এখন শূন্য।
Sohag Hasan
Delete Comment
Are you sure that you want to delete this comment ?