@mdwodudtaj
দেশ প্রেমিক হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ক্ষমতায় আশা এই সরকার কোন দ্রব্যমূল্যের দাম কমাতেতো পারেনি উল্টো শহীদের রক্তের সাথে বেইমানি করে মার্কা মারা লোকদের উপদেষ্টা নিয়োগে ব্যস্ত লজ্জা লজ্জা জাতির জন্য ইহা বড্ড লজ্জার ব্যাপার।
জনগণের পক্ষ থেকে বলতে চাই ক্ষমতাই কে বসলো না বসলো সেটা দেখার বিষয় না ইনকাম ট্যাক্স সহ সকল ধরনের ট্যাক্স ৫% এর নিচে নামিয়ে আনার জোর দাবি জানাচ্ছি...
ট্যাক্স এর মাধ্যমে জনগণের গলায় রশি দিয়ে অনেক ঘুরানো হয়েছে আর না এবার গলার রশি শিথিল করতে হবে অথবা খুলে দিতে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে তার ইবাদত করার জন্য তার গোলামী করার জন্য এবং দুনিয়ার প্রতিটি কাজের হিসাব একমাত্র তার কাছেই দিতে হবে। এবং দিনশেষে তার কাছে আমাদেরকে সবার ফিরে যেতে হবে।
মাঝখানে উচ্চ ট্যাক্স এর মাধ্যমে জনগণকে গোলাম করে রাখার যে মিথ্যা চেষ্টা এটা জনগণ রুখে দিতে চায়।
যারা ট্যাক্স এর মাধ্যমে জনগণকে গোলাম করে রাখার পক্ষে আছেন তাদেরকে বলতে চাই আপনাকে যে ৫০০% পর্যন্ত ট্যাক্স জনগণ দেবে এর জন্য আপনার কাছ থেকে জনগণ কি পাবে?
না মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারছেন না মানুষের অর্থ সম্পদের নিরাপত্তা দিতে পারছেন না মানুষের সু চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না মানুষের চলাচলের টেকসই প্রশস্ত রাস্তা তৈরি করতে পারছেন জনগণকে কি দিতে পারছেন বলেন? এমনকি প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকেও ঠিক ঠাক রক্ষা করতে পারেননি। এবার আপনারাই বলেন কিসের আশায় কিসের উদ্দেশ্যে কিসের নেশায় আপনাদেরকে জনগণের রক্ত পানি করে ইনকাম করা টাকা আপনাকে দিবে?
I am all ok