জীবনের এমন একটা সময় পার করতেছি , যেখানে সবসময় আমার চোখে মুখে হতাশা ভাসে কাউকে ইম্প্রেস করার তাড়না নাই ! কারো সাথে কথা বলার ইচ্ছা নাই ! কেউ ভুল বুঝলে ব্যাখ্যা করার ইচ্ছা নাই ! যে যার মতো দূরে চলে যাচ্ছে বা হয়তো আমিই দূরে সরে যাচ্ছি ! আমার কিছু করার নাই ! আজকাল একাকীত্ব'ই একটু বেশি ভালো লাগে!❤️