কি আজব ¿
সরকারের যে ব্যবস্থা জনগণের গলা চেপে ধরেছে তা হল ট্যাক্স, শুল্ক, কর খাজনা যে নামেই বলেন। এ নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই বাংলাদেশে কী একমাত্র আমিই গরিব?
ব্রিটিশ আমলে গড়ে মাত্র ৪% ট্যাক্স দিতাম তাও আমরা পরাধীন ছিলাম।😄
আর এখন স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করি বেশি না গড়ে মাত্র ৪০% ট্যাক্স দেই।😁
এ ট্যাক্স এর কারনে একটা ২ লক্ষ টাকার হোন্ডা আপনাকে ৫ লক্ষ টাকা দিয়ে কিনতে হয়।
এক লক্ষ টাকা দামের মনিটর আড়াই লক্ষ টাকা দিয়ে কিনতে হয়।
১০ হাজার টাকা দামের চেয়ার ২৫ হাজার টাকা দিয়ে কিনতে হয়।
১ লক্ষ ১০ হাজার টাকা দামের স্মার্টফোন ২ লক্ষ্য ২৪ হাজার টাকা দিয়ে কিনতে হয়।
আর মধ্যবিত্তরা শখের কার কিনবে কিভাবে?🫠 ৪ হাজার সিসির একটি হাইব্রিড কারের কাস্টম টেক্স ৫০০% ভাবা যায়?
এক কোটি টাকা দিয়ে যদি একটা গাড়ি কিনেন তাহলে আপনাকে ৫ কোটি টাকা ট্যাক্স দিতে হবে তো প্রিয় মধ্যবিত্তরা স্বপ্ন পূরণ করবেন কিভাবে?❓
আর আমার কথা বিশ্বাস না হলে গুগলে সার্চ দিয়ে দেখে নিয়েন।🙂
একটা সরকার জনগণের জন্য কতটা ভালো কতটা কল্যাণকর তা বুঝতে কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। গলার দরি যে যত বেশি ঢিল দিবে সে তত বেশি ভালো, মানে যে সরকার যত ট্যাক্স কমাইয়ে দিবে সেই সরকার জনগণের জন্য ততটাই ভালো।
আফ'গানিস্তানের দিকে তাকান তা'লেবান ক্ষমতায় আসার তিন বছরের মধ্যে গড়ের ট্যাক্স ১ পারসেন্টের ও কমে নিয়ে আসছে।
আর জনগণের জন্য সব থেকে ভালো সরকার চিনবেন কিভাবে? লিবিয়ার গাদ্দাফির দিকে তাকান তিনি তার শাসনামলে বিদ্যুৎ ফ্রি, ইন্টারনেট ফ্রি, হসপিটাল ফ্রী, শিক্ষাব্যবস্থা ফ্রি, জনগণের জন্য কি করে নাই আমার মতে সরকার হলে এমন সরকার হওয়া দরকার।
সবশেষে একটা কথাই বলবো পশ্চিমা কুফারদের তৈরি পুঁজিবাদ ব্যবস্থা আপনাকে একদম শেষ করে দিবে। মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আর্থিকভাবে স্বাধীনতা অর্জন করতে দেবে না দেবে না দেবে না। কারণ একটাই ওরা চায় আপনি গোলাম হয়ে বাঁচুন (টাকা পয়সা ইনকামের যাতা কলে পরে আপনি আল্লাহকে ভুলে যান) থাক আজকের মত এতটুকুই...
#bangladesh