আপনাদেরকে আজকে একটা মজার কাহিনী শেয়ার করতে চাই।📌
আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা ওয়াশিং মেশিন কিনতে গিয়েছিলাম দোকানের কার্ড পাঞ্চ মেশিন নষ্ট থাকায় কার্ড দিয়ে পেমেন্ট করতে পারতেছিলাম না এই দিকে ওয়াশিং মেশিনের দাম আসছে ৮৪৫০০ টাকা এত টাকা পকেটে নিয়েও বের হয়নি আবার বাইরে বৃষ্টি এটিএম থেকেও টাকা তোলার উপায় নাই।
পরে দোকানে দাঁড়িয়ে ওয়েট করতে ছিলাম আর ওনাদের সঙ্গে গল্প করতেছিলাম ভাবলাম এই ফাঁকে উনাদেরকে যদি কোন একটা সাইটে রেফার করা যায়, যেই ভাবা সেই কাজ ম্যানেজারকে বলেই ফেললাম আপনি চাইলে এই কাজের পাশাপাশি RBIW নামক একটি মাইনিং সাইট থেকে ইনকাম করতে পারেন।
সঙ্গে সঙ্গে ম্যানেজার হিহি করে হেসে দিল।
আমি তো পুরাই লজ্জায় পড়ে গেলাম। পরে ভাবলাম ঠিক আছে কাজ করা লাগবে না। উনি বলল আরে ভাই আপনি কতদিন ধরে ওখানে কাজ করেন আমি বললাম দেড় বছর উনি বললো আমিও কাজ করি ৮ মাস ধরে।
পরে বললাম আমার বাইনান্স এ এই মুহূর্তে পর্যাপ্ত ডলার নাই আপনি চাইলে আমি আপনার RBIW একাউন্টে ডলার ট্রান্সফার করে দিতে পারি আমার এখানে ১৬০০ডলার+ আছে।
উনি কি যেন হিসাব করে বলল ঠিক আছে ৭০৫ ডলার সেন্ড করে জানাও। পরে আমি ডলার সেন্ড করে ওয়াশিং মেশিন নিয়ে বাসায় চলে আসলাম। এই প্রথম অনলাইনের কোন ইনকাম সাইট থেকে রিয়েল লাইফে সরাসরি পেমেন্ট করলাম।😄
RBIW সাইটে যারা কাজ করে তারাই জানে এই সাইটটা কতটা ভালো এবং কতটা বিশ্বস্ত।
