তারা কি ফিরবে আর সুপ্রভাতে?
কত তরুণ-অরুণ গেল অস্তাচলে।
মুক্তির মন্দির সোপানতলে,
কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে....
এ যেন গান নয়, এ যেন স্মৃতির ঝলকানি! এ যেন মুক্তির কাব্য, এ যেন তাঁদের মনে করা স্টেশন। যত তরুণ অরুণ অস্তাচলে গিয়েছে তাদের আমরা মনে রাখব গানে, গল্পে কিংবা কবিতায়!