একজন ফ্রিল্যান্সার হিসাবে আমার চাওয়া ফেসবুক, টিকটক যদি সরকারের ক্ষমতায় টিকে থাকার জন্য হুমকি হয়, থাহলে বর্তমানে যেমন বন্ধ করে দিছেন সারা বছর এরকম বন্ধ থাকলেও আমার মেনে নিতে পারবো।

তবে ইন্টারনেট কোনভাবেই বন্ধ করা যাবে না কারণ ৬ দিন ইন্টারনেট বন্ধ থাকায় আমাদের কোটি কোটি টাকা লস গিয়েছে এমনকি আমার নিজেরও ব্যক্তিগতভাবে ১৫০০ ডলারের লোকসান হয়েছে এই ছয় দিনে। আশাকরি আমার সাথে অনেকেই একমত হবেন।

ফ্রিল্যান্সাররা , কোন মার্কেটপ্লেসে ভিপিএন (VPN) ব্যবহার করবেন না। তাহলে আপনাদের একাউন্ট পার্মানেন্ট লক হতে পারে। আপনারা চাইলে সরাসরি Upwork এ কথা বলেও কনফার্ম হতে পারেন।

Oko

এখানে Freelancing নিয়ে যে কোন প্রশ্ন এবং উওর পাওয়া যাবে। একজন আরেকজন কে হেল্প করাই এই গ্রুপ তৈরি করার মূল উদ্দেশ্য।