বড় বিপদ থেকে আল্লাহ বাচাইছেন।
যারা অনলাইনে বিজনেস করেন,
কুরিয়ারে টাকা লেনদেন হয় তাদের
জন্য সতর্কবার্তা!

একটি জনপ্রিয় কুরিয়ার সার্ভিস যেটা আমি সবসময় ব্যবহার করি,
আমাকে বিকাশে কুরিয়ার থেকে ৩০,০০০ টাকা পাঠানো হয়। আমি বুজতে পারিনি টাকাটা কোথা থেকে এসেছে। কারন এজেন্ট নম্বর থেকে কেশ ইন করা হয়েছে এবং সেখানে কুরিয়ার এর নাম লিখা থাকে না।
আমি চিন্তা করলাম কেউ ভুল করে টাকা পাঠিয়েছে।
কয়েক ঘন্টা পর এক লোক কল দিয়ে বলে তার বোন ভুল করে আমার নম্বরে টাকা পাঠিয়েছে।
সে কান্নাকাটি শুরু করে। এমনকি ঐ এজেন্ট এর নম্বর শুদ্ধ ভাবে বলেছে (কুরিয়ার এর একাউন্টস সেকশন এর লোক জড়িত)

বলে অন্য একটা এজেন্ট নম্বর দিবে সেটাতে তাকে টাকা ফেরত দিতাম।

আমি বললাম যে নম্বর টাকা আমাকে টাকা ক্যাশ ইন করা হয়েছে, আমি শুধু ঐ নম্বরে কেশ আউট করে টাকা ফেরত দিব।
অন্য কোনো ভাবে আমি টাকা লেনদেন করব না।
সে নানাল টালবাহানা শুরু করে। জোরাজোরি করতে থাকে টাকা দেয়ার জন্য।
আমি দিই নি।
এরপর ২ দিন তার কোনো খোজ খবর নাই।
এখন হঠাৎ কুরিয়ার থেকে কল দিয়ে বলতেসে আমাকে ভুলে তারা এত গুলো টাকা পাঠিয়েছে। ফেরত দিতাম তাদেরকে।

তাহলে তাদের ভিতরের লোক এই প্রতারণার সাথে জড়িত। তারা টাকা পাঠিয়ে, বাইরে থেকে টাকা বের করে ফেলতে চেয়েছে।
আমি যদি দিয়ে দিতাম,
তাহলে আজলে কুরিয়ার আমার থেকে আবার ঐ টাকা খুজতো। বলতো আমি টাকা খেয়েছি!

এভাবে মার্চেন্টদের প্রতারণার ফাদে ফেলা হচ্ছে। আল্লাহ বাঁচিয়েছেন। নাহয় বড় বিপদ হতে পারতো।
সবাই সতর্ক থাকবেন।

📍যে নম্বর থেকে টাকা আসবে
ঐ নম্বর ছাড়া অন্য কোনো নম্বরে
টাকা ফেরত দেয়া যাবে না‼️

image