শাইখ মুহাম্মাদ ইবনু আব্দুল ওয়াহাব رحمه الله তাঁর নাওয়াক্বিদুল ইসলাম কিতাবে ৮ম নাওয়াক্বিদ (ইমান ভঙ্গকারী বিষয়) হিসেবে উল্লেখ করেন:
> الثامن: مظاهرة المشركين ومعاونتهم على المسلمين. والدليل قوله تعالى:
{ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين}.
অনুবাদ: ... ঈমান ভঙ্গের আরও একটি কারণ হলো মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য সহযোগিতা করা। এর প্রমাণ হলো আল্লাহ তা'আলার বাণী, "হে ঈমানদারগণ! তোমরা ইয়াহূদ ও নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ যালিমদেরকে সৎপথে পরিচালিত করেন না।" [সূরাহ মায়িদাহ, ৫: ৫১]
এখানে مظاهرة শব্দের অর্থ একে অপরকে সাহায্য করা।
আল্লামা আব্দুল্লাহ বিন আব্দুল লতীফকে الموالاة এবং التولي (বন্ধুত্ব) এর তফাৎ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, "আয়াতে التولي (বন্ধুত্ব) মানে হলো এমন কুফরি বন্ধুত্ব, যা মানুষকে দ্বীন থেকে বের করে দেয়। আর সেটা হলো কাফিরদের নিরাপত্তা দেয়া। এবং তাদেরকে জান, মাল, তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করা।" [উল্লেখ্য যে, এই অধ্যায়ের শুরুতে সূরা মায়িদার যে আয়াতটি আনা হয়েছে, তাতে "التولي " শব্দের ব্যবহার হয়েছে।]
[নাওয়াক্বিদুল ইসলামের ব্যাখ্যা, শাইখ সুলাইমান ইবনু নাসির আল-আলওয়ান, পৃষ্ঠা: ৮৪-৮৬]

FahadMunna
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?
Md Nazmul Hasan Liton
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?
Ariyan Ahmed
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?
Ariyan Ahmed
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?