Sharmin mithila is feeling Sad
8 w

╱/ ╰┛খারাপ লাগে
যখন কাউকে খুব কাছের বন্ধু ভাবি
আর সেই বন্ধু ধোঁকা দেয়!─༅༎•🌺🌸༅༎•─

বনানীতে একটা রেস্টুরেন্ট ছিল।Turkish Cuisine নামে।কিন্তু অর্ডার করতে গিয়ে দেখা গেল মেনুতে কোন বীফ নাই। অবাক হওয়ার মত ব্যপার কারণ টার্কিশ কুইজিনে তো বীফ কমন।

ওয়েইটারকে জিজ্ঞেস করতে জানা গেল রেস্টুরেন্টের বয়স ১২ বছরের বেশি (সাত মাস আগে) এবং তারা কখনওই বীফ সার্ভ করেনি।

সন্দেহ হওয়ায় রেস্টুরেন্ট ম্যানেজারের কাছে রেস্টুরেন্টের মালিকের নাম জানতে চাওয়া হল। উত্তর এল, মালিক নাকি চারজন। সবাই নাকি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু কারও নাম বলল না।

ওয়েইটারকে তার নাম জিজ্ঞেস করা হল। উত্তর এল, তপন। পুরো নাম জানতে চাওয়া হল। উত্তর, মিস্টার তপন!

মূল ওয়েইটারকে তার নাম জানতে চাওয়া হল। উত্তর এল, প্রণব।

ওকে।

একটা ছুতোয় আরেক ওয়েইটারকে ডেকে তার নাম জানতে চাওয়া হল। উত্তর, বাবু। পুরো নাম? উত্তর, শুধু বাবু ডাকলেই চলবে।

পরিস্থিতি বিবেচনায় দ্রুত পদক্ষেপে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময়ে পাশের একটা বাড়ির গার্ডের নেইমপ্লেট খেয়াল করে দেখা গেল মুসলিম নাম। চেহারাতেও মুসলিমদের ছাপ। তাকে জিজ্ঞেস করা হল, কী ব্যপার এই রেস্টুরেন্টের কি হিন্দু স্টাফ বেশি নাকি? উত্তর, বেশি কম না স্যার, সবই হিন্দু।

ওকে।

সবই "ঠিক" ছিল।

কিন্তু মুশকিল হচ্ছে, ৫ অগাস্টের পর থেকে রেস্টুরেন্টটা আর খোলেনি।

তো এই হচ্ছে ঘটনা।

২০১২-১৩ সালের দিকে খুব শোনা গিয়েছিল ঢাকার বিভিন্ন বড়লোক এরিয়ায় রেস্টুরেন্ট ফ্রন্ট বিজনেসের আড়ালে র-য়ের প্রচুর স্লীপার সেল আছে। অনেকটা কোল্ড ওয়ারের সময় সিআইএর "অপারেশান গ্ল্যাডিও"-র মত। আগ্রহীরা Operation Gladio লিখে গুগল করতে পারেন।

বিশেষ রেস্টুরেন্ট বলতে ধানমন্ডি ৩২ নাম্বারে শাহবাগ মন্দিরের (শেখের বাড়ি) ঠিক পাশে সান্তুর (Santoor) রেস্টুরেন্টের এই বদনাম ছিল সেই ৯০ এর দশকের শেষে রেস্টুরেন্টের জন্মলগ্ন থেকেই। ৫ অগাস্টে শেখের বাড়ির সাথে সান্তুর-ও পুড়িয়ে দেয়া হয়।

সান্তুর পোড়ানো হয়েছে শুনে খুব আশ্চর্য হয়েছিলাম কারণ র‍্যান্ডম মবের তো জানার কথা না ওটা যে র-য়ের আড্ডাখানা। অতএব থিওরি হচ্ছে হয় সত্যিই মবের ভেতর থেকে কেউ জেনেশুনে কাজটা করেছে, নয়তো অ্যাকসিডেন্টালি পুড়েছে, আর নয়তো র-য়ের লোকজন নিজেরাই এভিডেন্স ডেস্ট্রয় করতে কাজটা করেছে।

এছাড়াও কানে আসছে ঢাকার বড়লোক এলাকার অনেক রেস্টুরেন্ট আর অন্যান্য বিজনেসও নাকি ৫ অগাস্ট থেকে বন্ধ।

বলা বাহুল্য সেগুলার মধ্যে পলাতক লীগারদের বিজনেসের পাশাপাশি র-য়ের কিছু স্পটও আছে। প্লাস দু'টোর মধ্যে তফাতও বেশি না। যেমন সান্তুর-এর মালিকের বাবা ছিল শেখের আমলের লীগ নেতা।

তো এই হচ্ছে অবস্থা।

#bangladesh

Md Jakariya Parves changed his profile picture
8 w

image

image

image
Sharmin mithila changed her profile picture
8 w

image

RBIW থেকে ৩৩ পেলাম মানে ওই আরকি পাস মার্ক টা পেলাম টেনে টুনে।😁

এটা কিন্তু বাংলাদেশি রেজাল্ট না বিদেশী রেজাল্ট।😁 দেশিও রেজাল্ট হলে ৩৯৬০ মার্ক পেতাম, আরকি।😁

যারা আমার মত পরীক্ষা দিতে চান আর রেজাল্ট পেতে চান তারা একটু কষ্ট করে যোগাযোগ করতে পারেন।📩

যোগাযোগ করলে কিভাবে পরীক্ষা দিবেন বিস্তারিত বলবো, তারপরে পরীক্ষা দিবেন আর রেজাল্ট পাবেন।🤗

#rbiw

image

🤲

image

রোবট হবো!'
ব্যাথা নেই, কথা নেই, শখ নেই, দুঃখ নেই, অনুভুতি নেই😥🥀

Md Ripon changed his profile picture
8 w

image